12/17/2025 মেসির সঙ্গে ছবি: শুভশ্রী গঙ্গোপাধ্যায় কেন সমালোচিত, আর করিনা কপূর খানের প্রশংসা কেন? কলকাতা সফরে তারকাদের ভিআইপি বিতর্ক
odhikarpatra
১৬ December ২০২৫ ২৩:৫৭
💥 ফেসবুক ভাইরাল শিরোনাম
ভিআইপি-দের ভিড়ে মেসি 'অদৃশ্য'! তারকাদের ছবি তোলা নিয়ে তুমুল বিতর্ক, শুভশ্রী কেন 'ট্রোলড' আর করিনা কেন প্রশংসিত? সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!
অধিকারপত্র.কম প্রতিবেদন
কলকাতা: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর ঘিরে গোটা দেশে উন্মাদনা থাকলেও, কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া একটি ঘটনা শহরকে লজ্জিত করেছে। দুই অভিনেত্রী— শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan)— দু'জনেরই একই ব্যক্তিত্বের সঙ্গে ছবি, কিন্তু প্রতিক্রিয়ার ক্ষেত্রে আকাশ-পাতাল তফাৎ। এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
জানা গিয়েছে, যুবভারতী স্টেডিয়ামে হাজার হাজার টাকা খরচ করে সাধারণ মানুষ টিকিট কেটেছিলেন শুধুমাত্র লিওনেল মেসিকে একবার দেখার জন্য। কিন্তু অভিযোগ ওঠে, মেসি যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন তাকে ঘিরে রেখেছিলেন বেশ কিছু ভিআইপি, আয়োজকদের একাংশ এবং আয়োজক ও মন্ত্রীদের কিছু ঘনিষ্ঠজন। এর ফলে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা সাধারণ দর্শক কার্যত কিংবদন্তি ফুটবলারকে দেখতেই পাননি। মেসি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা।
এই ঘটনার সমান্তরালে, সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিআইপি সুবিধা নিয়ে মাঠে নেমে মেসির সঙ্গে ছবি তোলার কারণেই তাকে তুলোধোনা করা হয়। জনগণের অভিযোগ, সাধারণ মানুষের দেখার সুযোগ সীমিত করে যারা অতিরিক্ত সুবিধা নিয়ে তারকাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন, শুভশ্রী তাদেরই একজন।
এই পরিস্থিতিতেই অনুরাগীরা তুলে আনেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খানের পুরোনো একটি ছবি। যেখানে তাকেও মেসির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল। একই কাজ করেও কেন করিনা প্রশংসা পেয়েছিলেন, আর শুভশ্রীকে হতে হলো সমালোচিত? নেটিজেনদের একাংশের মতে, শুভশ্রীর ছবিটি এমন এক সময়ে এবং এমন এক পরিস্থিতিতে তোলা, যখন সাধারণ দর্শক ভিআইপি-দের বাড়াবাড়ির কারণে ক্ষুব্ধ। অন্যদিকে, করিনার ছবিটি কোনো জনস্বার্থ বা খেলার পরিবেশকে ব্যাহত করেনি। এই দুই তারকার ছবি ঘিরে ওঠা বিতর্ক আবারও ভিআইপি সংস্কৃতির বাড়াবাড়ি এবং জনসাধারণের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।