12/19/2025 ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
odhikarpatra
১৭ December ২০২৫ ২৩:৫৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনালে সাবেক র্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে আনুষ্ঠানিক চার্জ দাখিলের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর জানান, তদন্তে দেখা গেছে—ইলিয়াস আলীকে রাজধানীর বনানী এলাকা থেকে তুলে নেওয়া হয়, এরপর তাকে গুম করা হয় এবং পরবর্তী সময়ে হত্যা করা হয়। একই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিল মাসে বনানীতে বাসার কাছ থেকে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৩ বছরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। তদন্তে গুম-খুনের অন্যতম ‘কুশীলব’ হিসেবে উঠে আসে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের নাম। সরকার পরিবর্তনের পর তিনি সেনাবাহিনীর চাকরি হারান এবং পরে গ্রেপ্তার হন।
তাজুল ইসলাম আরও জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অনুসন্ধানে ইলিয়াস আলীসহ বহু মানুষকে গুম করার ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গুম-খুনের ঘটনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলের বহু নেতা-কর্মীর গুম হওয়ার অভিযোগ উঠলেও তখন সরকারি সংস্থাগুলো তা অস্বীকার করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুমের অভিযোগকে ‘নাটক’ বলেও মন্তব্য করেছিলেন। তবে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই এসব ঘটনার তদন্ত দাবি করে আসছিল।
চিফ প্রসিকিউটর জানান, গুমের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষকে হত্যার তথ্য প্রসিকিউশনের হাতে এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে।
প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম