12/22/2025 বিএনপি নিয়ে মন্তব্যের জেরে এলডিপি প্রেসিডিয়াম সদস্য হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার
odhikarpatra
২১ December ২০২৫ ২০:১০
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপি সম্পর্কিত মন্তব্যকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ সংকট। বিএনপি সম্পর্কে ‘অবিবেচক ও বিভ্রান্তিমূলক’ মন্তব্য করার অভিযোগে দলটির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করেছে এলডিপি।
শনিবার (২১ ডিসেম্বর) দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এলডিপির পক্ষ থেকে পাঠানো বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন, যা দলীয় সিদ্ধান্ত নয় এবং এলডিপির গঠনতন্ত্র পরিপন্থী। চিঠিতে উল্লেখ করা হয়, তাঁর বক্তব্যে বিএনপিকে ‘পতনশীল, পচনশীল, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে—যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এমন অবস্থায় এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক।
তবে বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে চৌধুরী হাসান সারওয়ার্দী পাল্টা বিবৃতিতে বলেন, তিনি কোনো আলাদা স্ট্যাটাস দেননি, বরং এলডিপির আরেক প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশিরের একটি পোস্টে মন্তব্য করেছিলেন মাত্র। নিজের মত প্রকাশ করাকে তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেন।
তিনি আরও বলেন, তাঁর বক্তব্যে এলডিপির আদর্শ, নীতি বা স্বার্থের বিরুদ্ধে কিছুই ছিল না। তাঁর মূল বক্তব্য ছিল—বিএনপির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক জোট বা লিখিত চুক্তি ছিল না; ছিল বিশ্বাস ও সমঝোতা, যা বিএনপি ভঙ্গ করেছে বলে তিনি মনে করেন।
এলডিপির গঠনতন্ত্রের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গঠনতন্ত্রের ৬(৩) ধারা অনুযায়ী প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠ সদস্যের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। অথচ তাঁর ক্ষেত্রে কোনো বৈঠক বা লিখিত সিদ্ধান্ত ছাড়াই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র পরিপন্থী।
এই ঘটনাকে কেন্দ্র করে এলডিপির অভ্যন্তরে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
#BNP #LDP #হাসান_সারওয়ার্দী #বাংলাদেশ_রাজনীতি #বিএনপি_সংবাদ #এলডিপি #রাজনৈতিক_সংকট #OdhikarPatra