12/22/2025 বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপি নেতা–কর্মীদের সতর্কবার্তা
odhikarpatra
২১ December ২০২৫ ২০:১৪
নিজস্ব প্রতিবেদক, অধিকার পত্র ডটকম, ২১ শে ডিসেম্বর ২০২৫.
দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সামনের দিনগুলো খুব সহজ নয়; তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এই পরিস্থিতিতে বিএনপির নেতা–কর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন। যদি আমরা তাঁর প্রতি, জুলাই শহীদদের প্রতি, একাত্তরের শহীদ ও যোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে চাই, তাহলে আমাদের একটাই লক্ষ্য থাকতে হবে—দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, দেশের জন্য কাজ করা এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া।’
এ সময় তিনি স্লোগান তুলে ধরেন—“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
বিএনপির অতীত নেতৃত্বের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে খালেদা জিয়া ১৯৯১ সালে স্বৈরাচারমুক্ত করে দেশকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন। এখন আবারও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ এসেছে।
তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসাব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়—এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।
সবশেষে তিনি বলেন, ‘যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—আমরা বিএনপির হই বা অন্য কোনো দলের হই।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও বগুড়া–৫ আসনের প্রার্থী গোলাম মো. সিরাজ, বগুড়া–১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া–৪ আসনের প্রার্থী মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।