12/22/2025 হাদি হত্যার ন্যায়বিচার ও ‘ইনসাফের বাংলাদেশ’ প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার আহ্বান
odhikarpatra
২১ December ২০২৫ ২০:৫৪
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আদায়ে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তাঁর ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, আন্দোলনের চাপ না থাকলে এই হত্যার ন্যায়বিচার পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ওমর বিন হাদি বলেন,
“ওসমান হাদিকে ভালোবাসলে, তাঁর হত্যার বিচার চাইলে এবং শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত হিসেবে কায়েম করতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন,
“আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদানও চাই না। একটাই দাবি—ওসমান হাদির অসমাপ্ত বিপ্লব আপনারা সম্পন্ন করবেন।”
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যেন কেউ শান্ত না হয়—এমন অঙ্গীকার চান তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ ও ভারতের নীতির বিরোধিতা করে ইনকিলাব মঞ্চ গঠনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ওসমান হাদি। তিনি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালানোর সময় গত ১২ ডিসেম্বর হামলার শিকার হন।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। ছয় দিন পর সেখানে তাঁর মৃত্যু হয়।
গতকাল রাষ্ট্রীয় শোকের মধ্যে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।