12/22/2025 জকসু নির্বাচন ২০২৫: ২১ দফা ইশতেহার প্রকাশ করল ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল
odhikarpatra
২১ December ২০২৫ ২৩:৫৮
ক্যাম্পাস প্রতিনিধি | অধিকার পত্র ডটকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনকে সামনে রেখে রোববার (২১ ডিসেম্বর) এই ইশতেহার প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবদুল আলিম আরিফ, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী মাসুদ রানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রার্থী নওশীন নওয়ার জয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রার্থী মোছা. সুখীমন খাতুন। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন,
“প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত সীমাবদ্ধতা, আবাসন সংকট ও পরিবহন সমস্যায় জর্জরিত। একটি শক্তিশালী শিক্ষার্থী সংসদই প্রশাসনের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে।”
তিনি আরও বলেন, জকসু নির্বাচন শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের অধিকার আদায়, দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙা এবং একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লড়াই।
ইশতেহারে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আন্তর্জাতিক মানের ওবিই কারিকুলাম, আধুনিক শ্রেণিকক্ষ, স্টারলিংক ইন্টারনেট সংযোগ, গবেষণা স্কলারশিপ বৃদ্ধি, ল্যাব উন্নয়ন এবং আন্তবিশ্ববিদ্যালয় রিসার্চ ফেস্ট আয়োজনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইশতেহারে। পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ও ডিজিটাল রিসোর্স বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, ক্যাফেটেরিয়া, পরিবহন ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নের কথাও বলা হয়েছে।
এজিএস প্রার্থী মাসুদ রানা বলেন,
“অদম্য জবিয়ান ঐক্য প্যানেল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাস্তবসম্মত ইশতেহার নিয়ে এসেছে। এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগামীর দিকনির্দেশনা নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে বিশ্ববিদ্যালয়ের গৌরব পুনরুদ্ধারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোট প্রত্যাশা করেন তাঁরা।
#জকসুনির্বাচন #অদম্যজবিয়ানঐক্য #জগন্নাথবিশ্ববিদ্যালয় #JnuJoksu #CampusPolitics #StudentRights #OdhikarPatra