odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

‘অচিন পাখি’ ঢাকার পথে ড্রিমলাইনার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ December ২০১৯ ১০:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ December ২০১৯ ১০:৩৩

 

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০১৯  : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২টি নতুন ড্রিমলাইনারের দ্বিতীয়টি ‘অচিন পাখি’ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
ড্রিমলাইনার ‘অচিন পাখি’ যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে।
আশা করা যাচ্ছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’ তার ১৫ ঘন্টা ৩০ মিনিটের উড়াল শেষে আজ সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণীর ২১টি ও ইকোনোমি শ্রেণীর ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: