odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়র নির্বাচিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ February ২০২০ ২২:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ February ২০২০ ২২:০৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত ফলাফল ঘোষণা মঞ্চ থেকে দক্ষিণ সিটি নির্বাচনে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন আজ রাতে ফলাফল জানান।
এর আগে সকাল ৮টায় ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।



আপনার মূল্যবান মতামত দিন: