odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫
ঐতিহাসিক মে দিবস রবিবার (১ মে)

শ্রমজীবী ​​মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য শ্রমিকদের সর্বোচ্চ আত্মত্যাগের দিন

এ এস এম সোলাইমান | প্রকাশিত: ৩০ April ২০২২ ১২:২৭

এ এস এম সোলাইমান
প্রকাশিত: ৩০ April ২০২২ ১২:২৭

ঐতিহাসিক মে দিবস রবিবার (১ মে) দেশ ও বিশ্বের অন্যত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
 
 ১৮৮৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে আট ঘন্টা কর্মদিবস এবং শ্রমজীবী ​​মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য শ্রমিকদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
 
 ১৮৮৬ সালের ১ মে মর্মান্তিক বোমা হামলা ও পুলিশি অত্যাচারে শ্রমজীবী ​​মানুষদের তাদের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল।
 
 ১৮৮৯ সালে, ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স ঘোষণা করে যে হেমার্কেট ঘটনার স্মরণে এবং নির্দোষ শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে, ১ মে শ্রমের জন্য একটি আন্তর্জাতিক ছুটির দিন হবে, যা এখন অনেক জায়গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পরিচিত।
 
 তখন থেকেই সারা বিশ্বে মে দিবসটি ছুটির দিন হিসেবে পালন করা হয়।
 
 দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সাধারণত সেমিনার, আলোচনা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।
 


আপনার মূল্যবান মতামত দিন: