odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ট্রেনের ৭ ও ৮ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ May ২০২২ ২১:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ May ২০২২ ২১:২০

ঈদের ছুটি শেষে যারা রাজধানীতে ফিরবেন, তাদের জন্য ট্রেনের টিকিট বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট দেওয়া হচ্ছে।

বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ১ মে থেকে রেলওয়ের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।

জানা গেছে, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ট্রেনের ফিরতি টিকিট। প্রথম দিন সকালে দেশের কোথাও থেকে টিকিটের জন্য দীর্ঘ লাইনের খবর আসেনি।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যে স্টেশন থেকে যাত্রা, সেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: