odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

যে কারনে জিন্সের প্যান্টে ছোট পকেট থাকে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৭ May ২০২২ ০৮:০৭

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ May ২০২২ ০৮:০৭

খুব অফিসিয়াল না হলে তেমন কেউ আজকাল নরম্যাল প্যান্ট পরেন না। ছেলেদের পাশাপাশি আজকাল মেয়েদেরও পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে জিন্সের প্যান্ট। কিন্তু কথা হল জিন্সের প্যান্টে ছোট পকেট থাকে কেন?

ছেলেদের হোক কিংবা মেয়েদের, সব জিন্সের প্যান্টেই সামনে ডান পাশে বড় পকেটের উপরে ছোট একটা পকেট দেখা যায়। কিন্তু কেন? কখনো কি কারণ খুঁজেছেন? চলুন জেনে নেওয়া যাক ছোট এই পকেট থাকার কারণটা কী?

১৮০০ শতকের কথা। পশ্চিমা অঞ্চলে তখন রোদে পোড়া তামাটে চেহারার কাউবয়রা মাঠে কঠোর পরিশ্রম করতেন। তাদের পছন্দ ছিল জিন্সের প্যান্ট। তারা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। কাজের সময় তারা ঘড়ি রাখতেন তাদের ওয়েস্টকোটে। কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত।

ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। পকেটে ঘড়ি রেখে বেল্টের সাথে চেন বেঁধে রাখা হতো। নিরাপদে থাকত ঘড়ি।

লেভিস সর্বপ্রথম তাদের প্যান্টে এই পকেট চালু করেছিল। এখন চেন দেওয়া ঘড়ির চল নেই তেমন। তবে ঐতিহ্য ধরে রাখতে জিন্সের প্যান্টে এখনও ছোট পকেট রাখা হয়।

আজকাল একেকজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করেন। যারা গিটার বাজান তাদের জন্য গিটারের পিক, অনেকে পেনড্রাইভ, অনেকে খুচরা পয়সা, অনেকে মেমোরি কার্ড, অনেকে লিপজেল রেখে দেন ছোট্ট এই পকেটে। অনেকে হয়তো কিছুই রাখেন না।



আপনার মূল্যবান মতামত দিন: