odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

শনিবার ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ May ২০২২ ০৩:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ May ২০২২ ০৩:৪২

লাইনে জরুরি কাজের জন্য আগামীকাল শনিবার (২০ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপ লাইনের জন্য আগামী ২১ মে (শনিবার) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএসএইচ পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।



আপনার মূল্যবান মতামত দিন: