odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন

odhikarpatra | প্রকাশিত: ২৫ June ২০২২ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২৫ June ২০২২ ২৩:৫৮

মাওয়া, মুন্সীগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর পরই টোল দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন।
এর আগে গত ১৭ জুন পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরীক্ষামূলক যানচলাচল প্রক্রিয়া সাত দিন ধরে চলমান ছিল এবং কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।
পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও আগামীকাল (২৬ জুন) সকাল ৬টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: