odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

রাষ্ট্রপতি চার দিনের সফরে মিঠামইনে

odhikarpatra | প্রকাশিত: ২৩ August ২০২২ ০৮:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৩ August ২০২২ ০৮:৪২

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ তাঁর নিজ জেলার মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা উপজেলাগুলোতে চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে চার দিনের সফরে এখানে এসেছেন।

আজ বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তাঁর জন্মস্থান মিঠামইনে পৌঁছান।
পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে রয়েছেন।
রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, তিনি জেলার তিন উপজেলার চলমান নানা উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।
তিনি কামালপুরের পৈতৃক নিবাসে রাত্রিযাপন করবেন। রাষ্ট্রপ্রধানের আগামী ২৫ আগস্ট ঢাকা ফেরার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: