odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ডিজেল আমদানিতে শুল্ক হার কমলো

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২২ ০৯:০৮

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২২ ০৯:০৮

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর আরোপিত সমুদয় আগাম কর (এআইটি) অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার গত ৫ আগস্ট তেলের দাম বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে পরিবহন খরচ বৃদ্ধিসহ মূল্যস্ফীতি দেখা যায়। মূলত মূল্যস্ফীতি হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর থেকে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: