odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন 

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৩ ০৭:০৭

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৩ ০৭:০৭

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) ৯ ফেব্রুয়ারি, ২০২৩ : গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম খান ওরফে সাহেব খান (৭২) আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানাগেছে,বাদ যোহর  গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পুখুরিয়া গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খানের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অর্নার প্রদান করে। এরপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
এ সময় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ও  বীর মুক্তিযোদ্ধাসহ ওই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: