ঢাকা | রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

অগ্নিকান্ডে লক্ষ্মীপুরে ৮টি দোকান পুড়ে ছাই

odhikarpatra | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৩

odhikarpatra
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৩

লক্ষ্মীপুর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩  : জেলা সদরে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার টুমচর জনতা বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সদর উপজেলার জনতা বাজারের শরীফের চা দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে ৮ টি দোকান পুড়ে ছাই গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: