odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নরেন্দ্র মোদির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ March ২০২৩ ১০:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ March ২০২৩ ১০:৩৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা হিসাবে তার অবদান এবং বিচারক হিসাবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ। 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে গ্রোথিত। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসাবে দুদেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্বে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা করেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন।
 

 

 
 
 
 


আপনার মূল্যবান মতামত দিন: