odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

হজের খরচ বাংলাদেশে বেশি, এশিয়ার অন্য ৫ দেশের চেয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ March ২০২৩ ০৫:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ March ২০২৩ ০৫:৩৮

করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ায় আবারও সারা বিশ্ব থেকে মুসলিমরা ব্যাপকভাবে হজ করার সুযোগ পাচ্ছেন। এ বছর মোট ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। এরই মধ্যে বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ থেকে হজের খরচ পাশের বিভিন্ন দেশের তুলনায় বেশি। 

হজের জন্য বড় অঙ্কের ভর্তুকি দিয়ে থাকে মালয়েশিয়ার সরকার। এ কারণে অন্যান্য দেশের তুলনায় দেশটি থেকে হজের খরচ অনেক কম। মালয়েশিয়ার সরকারি দুটি প্যাকেজের একটি সোয়া দুই লাখ টাকা (জনপ্রতি), অন্যটি আড়াই লাখ টাকা। ইন্দোনেশিয়াও হজে ভর্তুকি দিয়ে থাকে। দেশটি থেকে সরকারিভাবে হজে যেতে খরচ হবে সাড়ে তিন লাখ টাকা। এদিকে প্রায় সব দেশে এবার হজের খরচ বাড়লেও কমিয়েছে ভারত। দেশটি থেকে এবার হজে যেতে খরচ হবে জনপ্রতি চার লাখ টাকা। অথচ বাংলাদেশ থেকে এবার হজে যেতে লাগবে প্রায় সাত লাখ টাকা। সম্প্রতি বাংলাদেশসহ এশিয়ার ছয়টি দেশ থেকে হজযাত্রার খরচের তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা ও ডয়চে ভেলে।

এ বছর বাংলাদেশ থেকে হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং কুরবানি ছাড়া প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর হজের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: