odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইউক্রেনে রকেট হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:১৯

ইউক্রেনের পূর্বাঞ্চলে রকেট হামলায় সল্ডিন নিহত হয়েছেন এএফপি’র সাংবাদিক আরমান । মঙ্গলবার চাসিভ ইয়ারের কাছে এই হামলার ঘটনা ঘটে।

এএফপি’র প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে অন্য সাংবাদিক অক্ষত রয়েছেন।

এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: