odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ May ২০২৩ ২৩:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ May ২০২৩ ২৩:১৭

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠক থেকে গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে কঠোর দিকনির্দেশনা আসতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেয়া হবে। সেখানে পাঁচ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে বিভিন্ন বাহিনীর প্রধান এবং প্রশাসনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন: