odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

কূটনীতিকদের ভালো নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ May ২০২৩ ০১:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ May ২০২৩ ০১:০৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের দক্ষতার সঙ্গে নিরাপত্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কূটনীতিকদের নিরাপত্তা এই ইস্যুতে ভুল তথ্যের ভিত্তিতে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। আমরা এর যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমার মনে হয় এটা এখানেই শেষ হওয়া উচিত। এ বিষয়ে আর কোনো নতুন প্রশ্নের উদ্ভব হবে না।’



আপনার মূল্যবান মতামত দিন: