odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ July ২০২৩ ১৪:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ July ২০২৩ ১৪:০৬

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ রবিবার। ২০০৭ সালের ১৬ জুলাই আলোচিত এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

২০০৭ সালের ১৬ জুলাই ভোরে রাজধানীর ধানমণ্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধাসদন ঘেরাও করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

যৌথ বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাঁর বাসভবনের বাইরে নিয়ে আসেন। এ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী তাঁর মুক্তির দাবি জানান। গ্রেপ্তারের পর শেখ হাসিনাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর মুক্তি পান শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: