odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, এক গ্লাস উন্নয়ন চায় : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ August ২০২৩ ১৯:২০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ August ২০২৩ ১৯:২০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ-টয়লেট বেশি জরুরি। 

আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলনে কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মূলত সেভ দ্যা চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার উদার নীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। দেশ আাগের তুলনায় অনেক দারিদ্রতা কমেছে। সামনের দিনে আরো দারিদ্রতা কমবে। ক্ষুধা ও দারিদ্র আনা কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। 



আপনার মূল্যবান মতামত দিন: