odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি মিলবে না

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ December ২০২৩ ১৭:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ December ২০২৩ ১৭:৪২

১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের সভা-সমাবেশসহ কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে সর্বপ্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি দেন ইসিসচিব।

 


আপনার মূল্যবান মতামত দিন: