odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির নেতৃত্বে মনিটরিং সেল গঠন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ December ২০২৩ ২১:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ December ২০২৩ ২১:১৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ও তৎক্ষণাৎ মনিটরিং করার লক্ষ্যে কেন্দ্রীয় একটি সেল গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এই মনিটরিং সেল গঠন করা হয়েছে।  আগামী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৭২ ঘন্টা এই মনিটরিং সেল কাজ করবে। এই সেলে বিভিন্ন সংস্থার মোট ৩০৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন এবং প্রতি দেড় ঘন্টা পর পর নির্বাচন কমিশনকে রিপোর্ট দিবেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান,  কেন্দ্রীয় মনিটরিং সেলে নির্বাচন কমিশন সচিবালয়ের ৩ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন, পুলিশের ১ জন, র‌্যাবের ১ জন, বিজিবি’র ১ জন, ভিডিপি’র ১ জন, সশস্ত্র বাহিনীর ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর ২ জনসহ মোট ১১ জন দায়িত্বে থাকবেন। এছাড়া মনিটরিং সাব সেলে ৩০ জনসহ ৩০৫ জন এই সেলে দায়িত্ব পালন করবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: