odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ January ২০২৪ ২০:৩৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ January ২০২৪ ২০:৩৭

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গত নভেম্বরে বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে এসএলসিকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সদস্য হিসেবে নিয়ম ভাঙা বিশেষ করে সরকারি হস্তক্ষেপের প্রভাবমুক্ত হয়ে কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়ায় এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আইসিসি জানিয়েছে, এরপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তাদের বোর্ড। এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, সে ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: