odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে বিএনপি : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ February ২০২৪ ১৫:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ February ২০২৪ ১৫:৫৬

১২ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিকে "নেই কাজ তো খই ভাজ" হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অ্যাকশনের এই কর্মসূচি, এটা যদি ইস্যুভিক্তিক হয় তাহলে বিরোধী দল হিসেবে বিএনপি খাদের গভীরে চলে যাচ্ছে। আগে তো খাদের কিনারায় ছিল। এখন গভীরে যাচ্ছে।

বিএনপি এখনো বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, তারা এখন নিষ্ক্রীয় আছে। ভুল করেছে। ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে।  



আপনার মূল্যবান মতামত দিন: