odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মেক্সিকোতে সংবাদপত্র অফিসে গুলি

odhikarpatra | প্রকাশিত: ১৯ October ২০২৪ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ১৯ October ২০২৪ ২৩:৩০

মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের শক্তিশালী ঘাঁটিতে বন্দুকধারীরা একটি সংবাদপত্র অফিসের বাহিরে গুলিবর্ষণ করে। দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কয়েক সপ্তাহ ধরে কাঁপছে এই এলাকাটি। কর্তৃপক্ষ আহতের কোন খবর না জানিয়েই শুক্রবার এ কথা জানিয়েছে।

সিনালোয়া রাজ্যে সহিংসতার একদিন পর বৃহস্পতিবার দিনের শেষে কারাবন্দী মাদক স¤্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমান এবং তার ছেলেদের শক্তিশালী ঘাঁটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ওই এলাকায় সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২শ’ লোক খুন হয়েছে।

মেক্সিকোর কুলিয়াকান থেকে এএফপি জানায়।

সিনালোয়া নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা রাজ্যের রাজধানী কুলিয়াকানে ‘এল ডিবেট’ পত্রিকা অফিসের সামনে গুলিবর্ষণ করে।

বেশ কয়েকটি গুলি পত্রিকা অফিসের বাইরের অংশে আঘাত হানে এবং এ সময় বেশকিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

সিনালোয়ার গভর্নর রুবেন রোচা সংবাদপত্র অফিসে পুলিশের উপস্থিতি জোরদারের নির্দেশ দিয়ে বলেছেন, ‘এটা স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত।’

মাদক সম্পর্কিত সহিংসতা মেক্সিকোকে বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম হিসেবে মনে করা হচ্ছে।

রিপোর্টাস উইদাউট বর্ডারস জানিয়েছে, ২০০০ সাল থেকে এ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে গণমাধ্যমের ১শ’ ৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: