odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৪ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৪ ২৩:৪৫

জেলার সদর উপজেলায় আজ সিএনজি- চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় গফরগাঁও -ময়মনসিংহ সড়কের শেষ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার জেলার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী। এ ঘটনায় নিহত সাদিয়ার ৫ বছর বয়সী এক শিশু সন্তান-সহ আরও চারজন আহত হয়েছেন।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা গৃহবধু সাদিয়া আক্তার জেলার গফরগাঁও থেকে সিএনজি-চালিত অটোরিকশা যোগে সিজারিয়ান অপারেশনের জন্য ময়মনসিংহ আসছিলেন। পথিমধ্যে গফরগাঁও -ময়মনসিংহ সড়কের শেষ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাদিয়ার ৫ বছরের  শিশু সন্তান-সহ মোট চারজন আহত হয়েছে। পরে স্থানীয়রা হতাহতদের  উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: