odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ড. কামাল হোসেনের সাথে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৪ ১৮:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৪ ১৮:৩৭

সংবিধান সংস্কার কমিশন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন । 

আজ মতিঝিলস্থ তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা (জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক) মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড.

শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: