odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

কুমিল্লায় বাস চাপায় ভাই-বোন নিহত

odhikarpatra | প্রকাশিত: ৮ November ২০২৪ ১৬:১১

odhikarpatra
প্রকাশিত: ৮ November ২০২৪ ১৬:১১

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে গতরাতে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী সহোদর দুইভাই-বোন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে তাদের বাবাসহ তিন জন।

মৃতরা দেবীদ্বার থানার হোসেনপুর ইউনিয়নের ছগুরা এলাকার জাহাঙ্গীর আলমের  পুত্র জুনায়েদ (১২)ও কন্যা  ফাহিমা আক্তার (৯)।

দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম। এতে আহত তাদের বাবা জাহাঙ্গীর আলমসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা নিউ সুগন্ধা পরিবহনের একটি বাস দেবীদ্বারের হোসেনপুর ইউনিয়নের ছগুরা এলাকায় পৌঁছলে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়  বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে জুনায়েদ ও হাসপাতালে নেয়ার পথে ফাহিমার মৃত্যু হয়।মরদেহ ময়না তন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় উত্তেজিত জনতা কমপক্ষে ৫টি গাড়ি ভাঙ্গচুর করে।এসময় দুই ঘন্টার ও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সুত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন: