odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

হাওড় বাঁচাতে ও পরিবেশ বান্ধব করতে কাজ করবে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৪ ২১:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৪ ২১:৪৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওড় নিয়ে সরকারের যে মাস্টারপ্লান সেটা রিভিউ করে হাওড়কে বাঁচাতে ও পরিবেশ বান্ধব করতে কাজ করবে সরকার।

তিনি বলেন, ‘হাওরের একটা মাস্টারপ্লান আছে। ওই মাস্টারপ্লানের সাথে বাস্তবতার কতটুকু সম্পর্ক আছে, জনমতের কতটুকু প্রতিফলন হয়েছে, ওইটা বুঝব। মাস্টারপ্লান যেটা আছে সেটা রিভিউ করে হাওরকে কিভাবে বাঁচানো এবং পরিবেশ বান্ধব করা যায় তা নিয়েই আমরা কাজ করব’।

আজ বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের উমেদপুর এলাকায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, আজ আমরা এসেছি মূলত কোথায় কোথায় বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতি হয়। কোথায় কোথায় শক্তবাঁধ দিতে হবে। যাতে হাওরের মানুষের ক্ষতি না হয়।

উপদেষ্টা আরো বলেন, হাওরে যে এত হাউজ বোট চলে, এত পলিথিন,এত আওয়াজ এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সে বিষয়টি আমরা দেখছি।

এসময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ান হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: