odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

নির্বাচন সংক্রান্ত সংস্কারকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান খন্দকার মোশাররফের

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৪ ২৩:১৭

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৪ ২৩:১৭

দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন সংক্রান্ত সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে খন্দকার মোশাররফ আরও বলেন,‘ শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে এবং ভারত তাতে উসকানি দিচ্ছে।’

দ্রুত সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, কোনো সরকারের পক্ষেই কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে সব সংস্কার করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আপনি সংস্কারের কাজ শুরু করুন। পরবর্তীতে নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে।’

তিনি প্রতিবেশী দেশের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার  প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত হোসেন, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির জহির হোসেন হাকিম ও নবী চৌধুরী।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: