odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার পরামর্শ রাষ্ট্রপতির

odhikarpatra | প্রকাশিত: ৯ December ২০২৪ ২১:২৫

odhikarpatra
প্রকাশিত: ৯ December ২০২৪ ২১:২৫

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।

এ সময় কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কমিশনের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে যাবে এবং দেশের বিচার ব্যবস্থায় সময়োপযোগী গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: