odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

odhikarpatra | প্রকাশিত: ১৭ December ২০২৪ ১৯:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৭ December ২০২৪ ১৯:৪০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আজ বাসসকে জানান তাদের বিরুদ্ধে আজ থেকেই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।  

তিনি জানান, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা লোপাটের যে অভিযোগ উঠেছে তা যাচাই-বাছাই শেষে দুদক আজ অনুসন্ধান কাজ শুরু করেছে।

দুদক সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ছোট বোন শেখ রেহানা ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫৯ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজার ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: