odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি কোনোরকম আনুকূল্য দেখাবে না দুদক

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৮:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৮:৫৯

কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি দুদক কোনো রকম আনুকূল্য দেখাবে না। একইসঙ্গে দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্য মতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ট অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: