odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

গণতান্ত্রিক শ্রম আইন ও মর্যাদাপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরির দাবি

odhikarpatra | প্রকাশিত: ২৩ January ২০২৫ ১৯:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৩ January ২০২৫ ১৯:২৭

গণতান্ত্রিক শ্রম আইন ও মর্যাদাপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে সংগঠনের নেতারা মাতৃত্বকালীন ছুটি ৬ মাসসহ শ্রমিকদের জান-জীবিকা ও জবানের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসব দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহা, সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, মানিকগঞ্জ অঞ্চল কমিটির আহ্বায়ক চম্পা আক্তারসহ অন্য নেতারা।

নেতারা এ সময় বলেন, ২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবিলম্বে শ্রমিক হত্যা, নির্যাতন, ছাঁটাই বন্ধ করতে হবে। একই সঙ্গে বেক্সিমকোসহ সকল বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে ২৬ জন পোশাক শ্রমিক জীবন দিয়েছেন। আজ পর্যন্ত শ্রমিকদের প্রাণের দাবি জাতীয় ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি। অথচ দেশে পোশাক শিল্পে বৈষম্য ও শ্রমিক নির্যাতন জারি রাখার জন্য ইপিজেড এর শ্রমিকদের জন্য ভিন্ন আইন প্রনয়ন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশে নারী শ্রমিকদের জন্য কারখানায় পর্যাপ্ত মাতৃকালীন ছুটির সুবিধা নেই, কারখানায় যৌন নির্যাতনের বিরুদ্ধে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা নেই। অথচ মালিকরা কথায় কথায় কারখানায় শ্রমিক ছাঁটাই করছে, কারখানা লে-অফ ঘোষণা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: