odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনার বিচারের দাবি

odhikarpatra | প্রকাশিত: ২৯ January ২০২৫ ২২:২০

odhikarpatra
প্রকাশিত: ২৯ January ২০২৫ ২২:২০

দেশের বিভিন্ন স্থানে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও খেলার মাঠে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী নারী খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।

এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনমত গঠনের দাবি জানানো হয়।

এতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায়, গতকাল ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। একইদিনে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা এলাকায় নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে কতিপয় স্থানীয় উত্তেজিত ব্যক্তি ও আয়োজকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী খেলোয়াড়সহ আহত হয়েছেন ছয়জন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: