odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রিমান্ডে

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৫ ২৩:৪২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. হাসানুজ্জামানের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: