odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রোমের মেয়রের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

odhikarpatra | প্রকাশিত: ১৪ February ২০২৫ ২০:০১

odhikarpatra
প্রকাশিত: ১৪ February ২০২৫ ২০:০১

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক গতকাল বৃহস্পতিবার রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরি’র সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ‘সিটি অফ ইটারনিটি’ সৌন্দর্য্যরে জন্য মেয়রের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে রোকেবুল হক ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের সংহতি ও কল্যাণকর জীবনমান সহজতর করতে বাংলাদেশ-ইতালির সিটি কর্তৃপক্ষ ও রোম সিটি প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

রাষ্ট্রদূত হক রোমে মুসলিমদের জন্য একটি কবরস্থান নির্মাণের জন্য রোমের মেয়রকে অনুরোধ জানান। তিনি বলেন, এটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের দাবী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে রোমের মেয়র রোবার্তো’র দীর্ঘ সখ্যতার কথা স্মরণ করেন।

তিনি এক্সপো-২০৩০ এর থিম এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সাথে ফ্রেটেলি টুটি ফাউন্ডেশন আয়োজিত গত বছর মানব ভ্রাতৃত্বের ওপর দ্বিতীয় বিশ্ব বৈঠকের বিষয়ে আলোচনার জন্য অধ্যাপক ইউনূসের রোম সফরের কথা উল্লেখ করেন।

রবার্তো গোয়ালথিয়েরি মেয়রের কার্যালয়ের সাথে কাজ করার আগ্রহের জন্য রাষ্ট্রদূত রোকেবুল হকের প্রশংসা করেন এবং আশ্বস্ত করেন যে, তাঁর অফিস বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্নত জীবন এবং নিরাপদ কাজের জায়গা নিশ্চিত করবে যাতে তারা উপযুক্ত মজুরি পায়।



আপনার মূল্যবান মতামত দিন: