odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সুদানে এক বছরে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার: ইউনিসেফ

odhikarpatra | প্রকাশিত: ৪ March ২০২৫ ১৯:১৩

odhikarpatra
প্রকাশিত: ৪ March ২০২৫ ১৯:১৩

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে যুদ্ধবিধ্বস্ত সুদানে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে এক বছরেরও কম বয়সী বেশ কয়েকটি শিশুও রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ‘ওয়াশিংটন টাইমস’-এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এক প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, সুদানের গৃহযুদ্ধ চলাকালে এক বছরেরও কম বয়সী শিশুদের ধর্ষণ করেছে সেখানকার সশস্ত্র ব্যক্তিরা। প্রায় দুই বছরের যুদ্ধে ছেলেসহ কমপক্ষে ২২১টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।

লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা প্রদানকারীদের সংগৃহীত রেকর্ড অনুসারে এসব তথ্য জানা জানা গেছে বলে জানিয়েছে ওয়াশিংটন টাইমস।

ধর্ষণের এ ঘটনাগুলোর মধ্যে, যারা বেঁচে গেছেন তাদের ৬৬ শতাংশ মেয়ে এবং বাকিরা ছেলে। বেঁচে থাকা ১৬ জনের বয়স পাঁচ বছরের কম। যার মধ্যে চারজন ছিল এক বছরের কম বয়সী শিশু।

২০২৩ সালের এপ্রিলে সুদানে সামরিক বাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়, পরে তা রাজধানী খার্তুম এবং সারা দেশে ছড়িয়ে পড়ে।

তারপর থেকে কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে যুদ্ধের ফলে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং দেশের কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: