odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে নারী ও শিশুসহ ১১ জন গ্রেফতার  

odhikarpatra | প্রকাশিত: ১ June ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১ June ২০২৫ ২৩:৫৬

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেফতারকৃতরা হচ্ছে -নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের আবুল কালাম (৩৪), আলপনা খানম (২৩), চরদীঘলিয়া গ্রামের ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ রানা মোল্লা (২৬), রানা মোল্লার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের লিচি (৪৮) ও রুবেল মোল্লা (২৫

আজ রোববার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। সীমান্তের কাছাকাছি এলাকায় সন্দেহজনক ঘুরাঘুরির সময় নারী ও শিশুসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি মুঠোফোন, বাংলাদেশি সিমকার্ড এবং ভারতীয় রুপি জব্দ করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় শনিবার একটি মামলা করেছে বিজিবি।



আপনার মূল্যবান মতামত দিন: