odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

কিশোরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১১ June ২০২৫ ২৩:১২

odhikarpatra
প্রকাশিত: ১১ June ২০২৫ ২৩:১২

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮) এবং রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (৯)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং সম্পর্কে একে অপরের চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াসমিন ও তাইয়েবা গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশির সময় তাদের মরদেহ কাদার নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, মরদেহ নিহতদের বাড়িতে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: