odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ইবির ডেপুটি রেজিস্ট্রার টিপু সুলতানের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৩ June ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ১৩ June ২০২৫ ২৩:৪২

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেপুটি রেজিস্ট্রার ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান ইন্তেকাল করেছেন। 

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টা ১৯ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, টিপু সুলতান একজন নীরব বিপ্লবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সবসময় মানুষের উপকারে সচেষ্ট থাকতেন, আদর্শিক চিন্তা ও রুচিশীলতায় ছিলেন অনন্য। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় তার মধ্যে দেশ ও সমাজ নিয়ে ভাবনার প্রকাশ ছিল প্রবল। তিনি বৃহৎ রাজনৈতিক পরিবারের জামাই হিসেবেও পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রসমাজ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। প্রয়াত টিপু সুলতানের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: