odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

ইবি উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের পিতার মৃত্যুতে প্রশাসনের শোক

odhikarpatra | প্রকাশিত: ১৬ July ২০২৫ ২১:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৬ July ২০২৫ ২১:৪৮

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহা. শামীম আকতারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. হেকমত আলীর (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, রাত সাড়ে ৯টায় চৌড়হাস গোরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে চৌরহাস গোরস্থানে তাঁকে দাফন করা হবে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: