
জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসন বেশি প্রাধান্য দেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, শিশুশ্রম নিরসন করে কিভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা যায় এবং একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা বেশি গুরুত্ব দেবে বিএনপি।
আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএসডিও-এর জয়নাল আবেদিন হলরুমে শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে ইএসডিও এর অভিজ্ঞতা উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মূল্যবান মতামত দিন: