odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব

odhikarpatra | প্রকাশিত: ২৫ August ২০২৫ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৫ August ২০২৫ ২১:৫২

প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তকরণ ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও গতিশীল করতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

এ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন।
আজ সোমবার ইসির উপসচিব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। 
নির্দেশনায় বলা হয়, ইসি সচিবের নেতৃত্বে একটি প্রশাসনিক ও একটি টেকনিক্যাল টিম যুক্তরাষ্ট্র সফরে যাবে।
প্রশাসনিক টিমে থাকবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, একই বিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এবং উপ-প্রধান মোহাম্মদ মুস্তফা হাসান।
সফরসূচি অনুযায়ী, তারা আগামী ১৯ সেপ্টেম্বর বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফর শেষে ২৯ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
ইসির টেকনিক্যাল টিমও এ সফরে অংশ নেবে। এ টিম যুক্তরাষ্ট্রে সরঞ্জাম ও সিস্টেম স্থাপন, তা তত্ত্বাবধান এবং স্থানীয় দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে দায়িত্ব পালন করবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম ত্বরান্বিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: