odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

তারেক রহমানের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী

odhikarpatra | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৪

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (অধিকারপত্র): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক বাণী দিয়েছেন। তিনি বলেন, "আমরা সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি।"

তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে আরও বলেন, "ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দুনিয়াতে আগমণের আনন্দ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়।" তিনি উল্লেখ করেন, "পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর আগমণ দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের।"

তারেক রহমান বলেন, "তিনি সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ, আমাদের জন্য আল্লাহ’র পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার বা এহসান।" তিনি আরও বলেন, "হযরত মুহাম্মদ (স.)-এর আবির্ভাব ছিল একটি আলোকিত বিস্ময়।"

তিনি বলেন, "মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুলের (সঃ) দেখানো পথে।" তিনি আরও বলেন, "তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন।"

তারেক রহমান বলেন, "আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি মহানবী (সঃ)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি।" তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



আপনার মূল্যবান মতামত দিন: