odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৫ ২৩:৫২

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে। বিষয়টি প্রবাসী বাংলাদেশি মহলসহ দেশের রাজনীতিতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ডিমের দাম বনাম রাজনৈতিক সংস্কৃতি

নিউ ইয়র্কে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ডজন ডিমের দাম ছিল ৮ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৪ টাকা। অর্থাৎ প্রতিটি ডিমের দাম প্রায় ৮৬ টাকা। বর্তমানে ওয়ালমার্টে এক ডজন ডিমের দাম ৬ ডলার হলেও, বিদেশের মাটিতে রাজনৈতিক প্রতিবাদের নামে ডিম নিক্ষেপ নিছক প্রতীকী নয়—এটি অর্থনৈতিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

বিদেশে ডিম নিক্ষেপের নজির

বাংলাদেশি নেতাদের ওপর ডিম নিক্ষেপ শুধু দেশেই নয়, এখন প্রবাসেও দেখা যাচ্ছে। এর আগে চলতি আগস্টে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ভবনে প্রবেশের সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে ডিম ও পানির বোতল ছুড়েছিলেন আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা। একইভাবে লন্ডনে তাঁর গাড়ি বহরকেও ডিম দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।

ঐতিহাসিক প্রেক্ষাপট

ডিম নিক্ষেপের সংস্কৃতি নতুন নয়। খ্রিস্টপূর্ব ৬৩ সালে রোমান সাম্রাজ্যে রাজনৈতিক নেতাদের দিকে থালা-বাটি নিক্ষেপের নজির পাওয়া যায়। এলিজাবেথান যুগে বাজে অভিনয় হলে দর্শকরা অভিনেতাদের দিকে পচা ডিম ছুড়ে প্রতিবাদ করতেন। আধুনিক রাজনীতিতে ১৯৭০-এর দশকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপরও ডিম নিক্ষেপ হয়েছিল।

বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশেও ডিম নিক্ষেপের ঘটনা বেড়েছে। সাবেক মন্ত্রী, উপদেষ্টা থেকে শুরু করে বিচারপতিও এর বাইরে নন। এতে স্পষ্ট হয়েছে, সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের ক্ষোভ প্রকাশের সহজ মাধ্যম হয়ে উঠেছে ডিম নিক্ষেপ।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এনসিপি ইতোমধ্যেই নিউ ইয়র্কের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। বরং প্রশাসনের একটি অংশ এসব ঘটনার পেছনে ভূমিকা রাখছে বলে তাঁর দাবি।

ডিম, যার বাজারমূল্য নিউ ইয়র্কে প্রায় ৮৬ টাকা, তা এখন প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু এই ‘ডিম সহিংসতা’ শেষ পর্যন্ত ব্যক্তিকে লক্ষ্য করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভাবমূর্তি। রাজনীতিতে অহিংস প্রতিবাদের নামে সহিংসতা ছড়িয়ে পড়া প্রবাসী বাংলাদেশি সমাজের ঐক্যকেও ভাঙছে।



আপনার মূল্যবান মতামত দিন: